চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ভুজপুরের হাজি এজাহার সোপ অ্যান্ড সন্স নামের একটি সাবান কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় কারখানার মালিক আমান উল্লাহকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ মে) বেলা ১টা থেকে এ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যের বাজারজাতকরণ, উৎপাদন ও বিপননের অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে কারখানা ও কারখানার পাশের গুদাম থেকে ৩৩ লাখ টাকার ২৭ হাজার ৬০০ কেজি বল সাবান সাবান, খালি মোড়ক, প্যাকেজিং মেশিন, ক্যামিকেলের ড্রাম জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০২৪
এআর/পিডি/টিসি