চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগে ফটিকছড়ি প্যানেল মেয়রসহ দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা গেছে, প্রতিপক্ষ প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বিবৃতি দেন ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ গোলাম মাওলা ও স্থানীয় ব্যবসায়ী এমডি মঈনু। এ অপরাধে গোলাম মাওলাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অভিযোগে প্রার্থীর দুই সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ কার্যবক্রম অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এমআর/পিডি/টিসি