ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবঘুরের বেশে ভবনে টার্গেট, সুযোগ বুঝে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ভবঘুরের বেশে ভবনে টার্গেট, সুযোগ বুঝে চুরি ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের এক নম্বর সড়ক এক স্কুল শিক্ষিকার বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (১৫ মে) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো- আব্দুল্লাহ আল হৃদয় প্রকাশ রিফাত (২২) ও কামাল হোসাইন মুন্না (২৩)।  

পুলিশ জানায়, গত ১৯ মার্চ নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের এক নম্বর সড়কে স্কুল শিক্ষিকা শর্মিষ্টা বড়ুয়ার বাসায় দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করে গত ১৯ এপ্রিল রবিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রবিন চুরির দায় স্বীকার করেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হৃদয় ও মুন্নার নামও প্রকাশ করে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, বুধবার সন্ধ্যায় নগরের সিআরবি এলাকা থেকে হৃদয় এবং নগরের চান্দগাঁও মেহেরজানঘাটা এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।  তাদের দেয়া তথ্যে নগরের বালুচড়া এলাকায় মুন্নার বাসা থেকে দুই মাস আগে চুরি করা প্রায় এক ভরি ওজনের একটি সোনার বার ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে ৫০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার মুন্নার বিরুদ্ধে আরও একাধিক চুরির ও মাদকের মামলা আছে। মুন্না ইয়াবার খুচরা বিক্রেতা। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয় ও মুন্না ভবঘুরে হয়ে নগরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে। তারা বিভিন্ন বাড়ির দিকে নজর রাখে। কোনো ঘরে আলো না থাকলে তারা মনে করে সে বাসার লোকজন নেই। আবার বিভিন্ন বাসা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে দেখে তালা দেওয়া আছে কিনা। তালা দেওয়া থাকলে তারা সে বাসাকে টার্গেট করে তালা কেটে সময়মত চুরি করে। আবার কোনো বাড়িতে দারোয়ান না থাকলেও সুযোগ বুঝে বিল্ডিংয়ে উঠে, যে বাসায় তালা দেওয়া থাকে সে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে। গ্রেপ্তার হৃদয় ও মুন্নাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৬ , ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।