ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে বজ্রপাতে প্রাণ গেল দুই গরুর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ১৯, ২০২৪
রাউজানে বজ্রপাতে প্রাণ গেল দুই গরুর  ...

চট্টগ্রাম: রাউজানে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক নাম শামসুল আলম বলেন, সকালে জমিতে গরু দুটিকে ঘাস খাওয়ানোর জন্য খুঁটির সাথে বেঁধে রেখে এসেছিলাম। বজ্রপাত শুরু হলে গরু দুটি আনতে বের হয়েও যেতে পারিনি।

পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখতে পাই। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।  

রাউজানের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে দুটি গাভির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে রাখা যাবে না।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।