ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এসআই গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এসআই গ্রেপ্তার এসআই আমিনুল ও তার সহযোগী জাহেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১৯ মে) বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে  এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার খুলশী থানার এসআই আমিনুলের সহযোগী নাম শহীদুল ইসলাম জাহেদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে 

মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৯ , ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।