চট্টগ্রাম: বাংলাদেশের সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ডায়মন্ড সিমেন্ট ব্যাপক ভূমিকা রেখে চলছে। ডায়মন্ড সিমেন্ট দেশের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরে রফতানি হচ্ছে বলে জানিয়েছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী।
শনিবার (১৮ মে) চট্টগ্রাম বোট ক্লাব মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে হালখাতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী, অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি এর রিকভারী ও চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা, ডায়মন্ড সিমেন্টের ডেপুটি পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্ট এর সেলস ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম, দক্ষিণ জোনের সেলস ইনচার্জ মোশারফ হোসেন। এছাড়াও বক্তব্য দেন রূপালী ট্রেডিং এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, এমকে ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আবুল কাশেম তালুকদার, বোরাক ট্রেডিং অ্যান্ড ক্যারিয়ার এর স্বত্ত্বাধিকারী মাকসুদ আলম আলমদার, মারজান এন্টারপ্রাইজের প্রতিনিধি আবুল বশর।
উপস্থিত ছিলেন সিসিপি এর পার্টনার আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, এমকে ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী এমএ মোনাফ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (একাউন্টস) মো. মনির হোসেন, মালেক গ্রুপের জিএম মনিরুল আলম আজাদ, ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম কামরুজ্জামান (সেলস), এজিএম দিপ্তীমান দাশ (কর্পোরেট), সিনিয়র ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী (ব্র্যান্ড), ইশতিয়াক রায়হান মাহমুদ (টেকনিক্যাল সার্ভিসেস), এমএ মোতালেব, ফজলুল কাদের প্রমুখ।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ বলেন, ডায়মন্ড সিমেন্ট সবসময়ই গুণগত মানে সেরা উৎপাদনে বিশ্বাসী। আমরা বাজারে সবচেয়ে ভাল পণ্য নিয়ে ব্যবসা করার চেষ্টা করছি।
অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ীরা ডায়মন্ড সিমেন্টের গুণগত মানের প্রশংসা করে বক্তব্য দেন। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসি/টিসি