ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ৩, ২০২৪
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সভা  ...

চট্টগ্রাম: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চসিকের চলমান প্রকল্পের বিষয়ে ইউএনডিপি এবং এফসিডিও’র একটি প্রতিনিধিদল চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

সোমবার (৩ জুন) টাইগারপাসের চসিক কার্যালয়ে সাক্ষাৎকালে এফসিডিও'র টিম লিডার অ্যালেক্স হারভে (Alex Harvey), সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নেইল গান্ধী (Neil Gandhi), ইউএনডিপি'র অ্যাসিস্ট্যান্ট রেসিড্যান্ট রিপ্রেজেনটেটিভ আনোয়ারুল হক, এআইইউপিসিপি প্রকল্পের ব্যবস্থাপক ইউগেশ প্রধানাং (Yugesh Pradhanang) উপস্থিত ছিলেন৷ 

সভায় চসিকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম৷

সিএলসিসি সভা 

চসিকের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) ৪র্থ সভা বিকেলে চসিক কনফারেন্স রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সভায় নেতৃবৃন্দ চট্টগ্রাম নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।