ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে অনুষ্ঠিত হলো ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ৫, ২০২৪
চবিতে অনুষ্ঠিত হলো ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’

চট্টগ্রাম: ‘একটি নতুন আগামী’ প্রতিপাদ্যে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’।  

আমা কফির পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

 

এ আয়োজনে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেন স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, জনপ্রিয় উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।

 

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ০৫, ২০২৪ 
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।