ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ৫, ২০২৪
জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে জরিমানা 

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (৫ জুন) বাহারচড়া কেন্দ্রে বেলা সাড়ে ১২ টার দিকে নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এর জরিমানা করেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন দায়িত্ব পালনকালীন বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুলকে (৪১) ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ হাজার, মো. আক্কাস উদ্দিন (২৮) কে ১০ হাজার এবং মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।