ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় কার-অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুন ২২, ২০২৪
লোহাগাড়ায় কার-অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত ...

চট্টগ্রাম: লোহাগাড়ার আমিবাবাদে প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।