ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাসেল’স ভাইপার ভেবে মারা হলো ৪ সাপ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুন ২৩, ২০২৪
রাসেল’স ভাইপার ভেবে মারা হলো ৪ সাপ ...

চট্টগ্রাম: চন্দনাইশে রাসেল’স ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে মারা হয়েছে চারটি সাপ ।

রোববার (২৩ জুন) সকাল ১১টার দিকে পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা এলাকায় এসব সাপকে পিটিয়ে মারা হয়।

দোহাজারী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, রাসেল’স ভাইপার সন্দেহে যে সাপগুলো মারা হয়েছে আসলে সাপগুলোর নাম বাফ ডোরাকাটা কিলব্যাক (দাগি ঢোঁড়া)। এগুলো বিষহীন কলুব্রিড সাপের প্রজাতি।

এশিয়া অঞ্চলে সাপগুলো পাওয়া যায়।

তিনি বলেন, এধরনের সাপগুলো আমাদের সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।