ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আগুনে পুড়লো ১৮ বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জুন ২৩, ২০২৪
আনোয়ারায় আগুনে পুড়লো ১৮ বসতঘর  ...

চট্টগ্রাম: আনোয়ারার বটতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে আগুনে পুড়েছে ১৮টি বসতঘর।  

রোববার (২৩ জুন) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনে সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন- হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন, মো. আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মো. মুজিবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।