ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাঙ্গু নদীতে মিললো বৃদ্ধার মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুন ২৪, ২০২৪
সাঙ্গু নদীতে মিললো বৃদ্ধার মরদেহ  প্রতীকী ছবি

চট্টগ্রাম: চন্দনাইশে সাঙ্গু নদী থেকে মিনা তালুকদার নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি।

 

সোমবার (২৪ জুন) দুপুরের দিকে দোহাজারী পৌরসভার চাগাচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিনা তালুকদার উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সুখেন্দু তালুকদারের স্ত্রী।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, দোহাজারীর চাগারচর এলাকায় এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ২৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।