ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আগুনে পুড়লো দুই বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুন ২৬, ২০২৪
হাটহাজারীতে আগুনে পুড়লো দুই বসতঘর ...

চট্টগ্রাম: হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর নোনা ঠাকুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, চুলায় গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সাংস্কৃতিক কর্মী অরবিন্দু চক্রবর্তী, অঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী, কাঞ্চন চক্রবর্তীর আট কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়।

এতে ১৮-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার কর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।