ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ঘরে মিললো নারীর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জুন ২৯, ২০২৪
রাউজানে ঘরে মিললো নারীর ঝুলন্ত মরদেহ ...

চট্টগ্রাম: রাউজানের ডাবুয়া ইউনিয়নে রানী বালা নাথ (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রানী বালা স্থানীয় স্বজন কান্তি নাথের মেয়ে।

পুলিশ জানায়, রানী বালার বড় ছেলে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন।

সেখান থেকে ভোর ৪টায় বাড়িতে ফিরে এসে মাকে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে দরজা ভাঙেন। এরপর দেখতে পান মা ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়. ১২৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।