ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ২০০ লিটার মদসহ একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, জুন ২৯, ২০২৪
বোয়ালখালীতে ২০০ লিটার মদসহ একজন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম (৪৩) পটিয়ার কেলিশহর ইউনিয়নের মইতলা ইউছুপ মাস্টার বাড়ির মৃত শামসুল আলমের ছেলে।

শনিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে কানুনগোপাড়া-পটিয়া সড়কের মুকুন্দরাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশায় মদ নিয়ে যাওয়ার সময় ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

অটোরিকশা ও মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়. ১৩৪০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।