ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির সমাবেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জুলাই ১, ২০২৪
চট্টগ্রামে বিএনপির সমাবেশ স্থগিত ...

চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে।  

সোমবার (০১ জুলাই) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে।  সমা‌বেশ আগামী ৮ জুলাই বিকাল ৩টায় নগরের নূর আহমেদ সড়‌কে অনু‌ষ্ঠিত হ‌বে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সোমবার সমাবেশের আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪ 
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।