ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বাস চাপায় বৃদ্ধার মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, জুলাই ৪, ২০২৪
লোহাগাড়ায় বাস চাপায় বৃদ্ধার মৃত্যু  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় রাস্তা পার হওয়ার সময় গ্রীণ লাইন পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ গেছে ৭০ বছরের বৃদ্ধা আয়েশা বেগমের (৭০)।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া সুইচ পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আয়েশা বেগম উপজেলার পদুয়া খন্দকার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউনুচের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ জানান, মেয়ের শ্বশুর বাড়ি থেকে সকালে বাড়ি ফিরছিলেন আয়েশা বেগম।

পথে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী গ্রীণ লাইন বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মুহাম্মদ ইরফান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।