ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুলাই ৬, ২০২৪
ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম: রাউজানে বিষধর সাপের দংশনে রণজিৎ পাল নামে এক বৃদ্ধের মৃত্য হয়েছে।  

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইসরাত ফাতেমা জানান, সাপে কাটার প্রায় ঘণ্টা দুয়েক পর রোগীকে হাসপতালে আনা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয় রোগীকে।

হাসপাতালে আনতে দেরী হয়ে যাওয়ায় রোগীকে বাঁচানো যায়নি।  

রণজিৎ পাল পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে।

পাহাড়তলী ইউনিয়নের সদস্য সুজন মল্লিক বাংলানিউজকে বলেন, সকালে বিলে ঘাস কাটতে বের হয়েছিলেন তিনি। যাওয়ার কিছুক্ষণ পর বাড়িতে ফিরে সাপ দংশন করেছে জানিয়ে শুয়ে থাকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।