ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশেষ চাহিদাসম্পন্ন ২৭ শিশু পেল হুইল চেয়ার-চশমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জুলাই ৭, ২০২৪
বিশেষ চাহিদাসম্পন্ন ২৭ শিশু পেল হুইল চেয়ার-চশমা

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তিনটি হুইল চেয়ার, একজনকে দুইটি ক্রাচ এবং পাঁচজনকে জনকে শ্রবণযন্ত্র এবং ১৮ জন শিশুকে চশমা প্রদান করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) দুপুরের দিকে কর্ণফুলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এসব সামগ্রী প্রদান করা হয়।

 

কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুমা জান্নাত। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) দ্বিজেন ধর,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজু, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।