ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালো মাদরাসা ছাত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালো মাদরাসা ছাত্র

চট্টগ্রাম: দোহাজারী রেলওয়ে স্টেশনে চলন্ত তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে পা হারিয়েছেন সাইমন নামে ১০ বছরের এক মাদরাসা ছাত্র।

সোমবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দোহাজারী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পা হারানো সাইমন দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে। সে দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার ছাত্র।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, বিকেলে তেলবাহী ট্রেনটি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক শিশু লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টা করার এক পর্যায়ে শিশুটি বগির ফাঁকে পড়ে যায়। এ সময় তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়। ঘটনার পর দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।