ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুলাই ১৩, ২০২৪
হাতির আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু ...

চট্টগ্রাম: বন্য হাতির আক্রমণে আহত মো. আব্দুস ছবুর (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  
 
শুক্রবার (১২ জুলাই) রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বাঁশখালীর দক্ষিণ সাধনপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, গত মঙ্গলবার সাতকানিয়ার চূড়ামনি এলাকায় নিজের বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে আহত হন আব্দুস ছবুর।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল বলেন, নগরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আব্দুস ছবুরের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।