ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জুলাই ১৩, ২০২৪
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রুহি আকতার (৮) এক শিশুর মৃত্যু হয়েছে৷ 

শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকার এ ঘটনা ঘটে।

রুহি ওই এলাকার মো. মঞ্জু আলমের মেয়ে।

 

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। স্বজনরা জানিয়েছে, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে নামে রুহি।

তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।