ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল যুবলীগ নেতার, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, জুলাই ১৪, ২০২৪
দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল যুবলীগ নেতার, গ্রেপ্তার ১ ...

চট্টগ্রাম: আনোয়ারায় দুর্বৃত্তের হামলায় মো. জালাল (৩৭) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) ভোর ছয়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মনু মিয়ার দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আনোয়ারা উপজেলার জুইদন্ডী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সীর ছেলে মো. জালাল পেশায় মাছ ব্যবসায়ী এবং জুইদন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ছৈয়দ আহমদ (৫৯) জুইদন্ডীর ৬ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে। এদিন সকালে জুইদন্ডী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই)  জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, মাছের গাড়ি নিয়ে কালা বিবির দিঘীর মোড়ে যাচ্ছিল জালাল। রাস্তায় দুর্বৃত্তরা তাকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে আহত জালাল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।