ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির আবাসিক হল সিলগালা, বিপাকে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
চবির আবাসিক হল সিলগালা, বিপাকে শিক্ষার্থীরা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব আবাসিক হল সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রভোস্টদের উপস্থিতিতে হলের কক্ষ সীলগালা করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, সব হল সীলগালা করা হয়েছে। হলে কেউ থাকার সুযোগ নেই।

হল প্রভোস্টদের উপস্থিতিতে সবগুলো কক্ষ সীলগালা করা হয়েছে।

এদিকে, দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির মধ্যে হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করায় অনিশ্চয়তার মধ্যে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। বুধবার (১৭ জুলাই) রাতে নারী শিক্ষার্থীদের ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরের দিন সে সিদ্ধান্ত থেকে সরে আসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

একাধিক শিক্ষার্থী জানান, হঠাৎ করে শাটডাউনের মধ্যেই আমাদের হল ছাড়তে বাধ্য করেছে প্রশাসন। রুম সিলগালা করে দিয়েছে। কারো গ্রামের বাড়ি পাঁচশ আবার কারো বাড়ি তিনশ কিলোমিটার দূরে। এখন হঠাৎ করে কীভাবে গ্রামে ফিরবো আমরা? দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলন চলছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।