ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জুলাই ২৫, ২০২৪
আনোয়ারায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা ...

চট্টগ্রাম: আনোয়ারায় রবী উন নূর (১২) নামের এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট নূরে মদিনা হোসাইনিয়া হেফজখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

 

হেফজ বিভাগের ছাত্র রবী উন নূর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মাওলানা বাবুল হক আজাদের ছেলে। এ ঘটনায় আনোয়ারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মাদ্রাসার স্টোর রুমে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের খবর দেয়। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রবী উন নূর এর বড় ভাই মো. আবদুল হামিদ বলেন, সকালে খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। কেন সে আত্মহত্যা করেছে, তা জানি না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই ছাত্রের আত্মহত্যা করার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।