ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জুলাই ২৭, ২০২৪
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী মো. মুছা (৫৫) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে টমটমের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল মো. মুছার ছেলে সায়েম।

তাকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মো. মুছার মৃত্যু হয়। এসময় আহত হয় ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।