ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাজার তদারকিতে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
চট্টগ্রামে বাজার তদারকিতে শিক্ষার্থীরা ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা। তারা মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং বাড়তি দাম না নেওয়ার পরামর্শ দেন বিক্রেতাদের।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয় বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স, চকবাজারসহ বিভিন্ন বাজারে।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চবি শিক্ষার্থী ইমন সৈয়দ বলেন, বাজারগুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা।

বাড়তি দাম না নেওয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের সাবধান করা হচ্ছে। একইসাথে মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে।

বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকিতে থাকা শিক্ষার্থী সুজন দাশ বলেন, বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। পণ্যের বাড়তি মূল্য নেওয়া যাবে না। শুক্রবারের (৯ আগস্ট) মধ্যে বাজারে মূল্যতালিকা ঝোলানোর পরামর্শ দেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।