ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেড়শ’ ভাসমান দোকান উচ্ছেদ চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
দেড়শ’ ভাসমান দোকান উচ্ছেদ চট্টগ্রামে

চট্টগ্রাম: নগরের সার্কিট হাউস, এমএ আজিজ স্টেডিয়াম ও নূর আহম্মদ সড়কের প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযানে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের সড়ক, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা ও নূর আহম্মদ সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করার পর জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।