ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকাশ্যে গুলি করে তাহসিন হত্যার ‘তথ্যদাতা’ গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
প্রকাশ্যে গুলি করে তাহসিন হত্যার ‘তথ্যদাতা’ গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার ঘটনায় তাহসিনের তথ্যদাতা মো. এমরানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গত ২২ অক্টোবর রাতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো.মুসা।

মামলার অন্য আসামিরা হলেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।  

নিহত আফতাব ইট, বালুর ব্যবসায় যুক্ত ছিলেন।  ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যান।  

তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান জানান, তাহসিনকে গুলি করে হত্যার দিন আসামিদের তাহসিনের অবস্থানের তথ্য প্রদান করে গ্রেপ্তার মো. এমরান। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকা থেকে এমরানকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, তাহসিনকে হত্যার দিন সিসি ক্যামেরার ফুটেজে এমরানকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। এই মামলায় এমরানসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।