ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাদ্যপণ্যের দোকানে নানা অনিয়ম, জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
খাদ্যপণ্যের দোকানে নানা অনিয়ম, জরিমানা  ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদের তিনটি খাদ্যপণ্যের দোকানে নানা অনিয়ম, অপরাধের কারণে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এর মধ্যে মস্কো বেকারসকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যপণ্যে জীবাণুবাহী পোকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় ২০ হাজার টাকা, বনফুলকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং মিষ্টি জাতীয় খাদ্যে পোকা থাকায় ১০ হাজার টাকা এবং ফুলকলিকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং অপরিচ্ছন্ন খাদ্যপণ্য সরবরাহের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রোববার (২৭ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।