ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সমুদ্রসীমা ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী অগ্রণী: নৌ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ডিসেম্বর ২৩, ২০২৪
সমুদ্রসীমা ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী অগ্রণী: নৌ প্রধান নৌবাহিনী প্রধান তৌহিদুর রহমান জয়কে ‘সোর্ড অব অনার’ তুলে দেন।

চট্টগ্রাম: দেশের সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।  

বাংলাদেশ নেভাল একাডেমিতে ‘মিডশিপম্যান ২০২২ এ’ ব্যাচ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ বি’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে রোববার (২৩ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রধান এ কথা জানান।

 

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে কারিগরি দক্ষতা বাড়ানো হচ্ছে।

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোতে দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে সক্ষমতা অর্জন করায় দেশের অর্থনীতির চাকা গতিশীল হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এবং বাংলাদেশ শিপ বিল্ডার নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। দেশের সমুদ্রসীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধের মাধ্যমে মৎস্য সম্পদে সমৃদ্ধি লাভ করছে। সাম্প্রতিককালে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বন্যায় নৌবাহিনীর গৃহীত পদক্ষেপ ও বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং সমুদ্রগামী অয়েল ট্যাংকারে ঘটে যাওয়া অগ্নি নির্বাপণে নৌবাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণ সর্বমহলে প্রশংসিত হয়েছে।  

বাংলাদেশ নেভাল একাডেমিতে ‘মিডশিপম্যান ২০২২ এ’ ব্যাচ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ বি’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ নৌবাহিনী প্রধান সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২২ এ ব্যাচের ৩৪ জন মিডশিপম্যান এবং ২০২৪ বি ব্যাচের ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৪২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৭ জন নারীও রয়েছেন।    

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান ২০২২ এ ব্যাচের মিডশিপম্যান তৌহিদুর রহমান জয় সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া মিডশিপম্যান নাসিফ আলভী হক প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ বি ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট মো. হাসনাত উল্লাহ শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

নৌবাহিনী প্রধান বলেন, নবীন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মজীবনে একাডেমির প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। দেশের সেবায় আত্মনিয়োগ ও ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে।

তিনি পেশা হিসেবে দেশ সেবার এ পবিত্র দায়িত্ব বেছে নেওয়ায় নবীন কর্মকর্তা ও তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।  

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।