ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাক্তাইয়ের ২টি চালকলে অভিযান, জরিমানা ৯০ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
চাক্তাইয়ের ২টি চালকলে অভিযান, জরিমানা ৯০ হাজার টাকা চাক্তাইয়ের চালকলে অভিযান।

চট্টগ্রাম: নগরের চাক্তাইয়ের দুইটি চালকলে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তদারকি অভিযানকালে বিভিন্ন অটো রাইস মিল এবং চালের গুদাম ও আড়তকে সতর্ক করা হয়।

অভিযানে অংশ নেন ভোক্তা অধিকারের উপ পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং মো. আফতাবুজ্জামান।  
  
মো. আনিছুর রহমান বলেন, মকবুল সওদাগর সড়কের ইসহাক অটো রাইস মিলে অপরিচ্ছন্ন পরিবেশে ধান থেকে চাল প্রক্রিয়াকরণ এবং নিজেদের উৎপাদিত চাল বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বস্তায় ভরা এবং বস্তার গায়ে চালের মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

হাজি সোবহান সওদাগর সড়কের মেসার্স বান্দরবান অটো রাইস মিল অ্যান্ড এজেন্সিতে নিম্নমানের কোম্পানির চাল কিনে বিভিন্ন বিদেশি ব্রান্ডের বস্তায় প্যাকেটজাত ও যথাযথভাবে বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।