চট্টগ্রাম: শহীদ অ্যান্ড ব্রাদার্স ১৭৫ টাকার সয়াবিন তেল পাইকারি বিক্রি করেছে ১৯৫ টাকা। মেসার্স এমএস এন্টারপ্রাইজ ৮৫০ টাকার সয়াবিন তেল বিক্রি করেছে ৯৩০ টাকা, প্রায় ৬ হাজার লিটারের মতো ভোজ্যতেল মজুদ ছিল এ দোকানে।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নতুন চাক্তাই এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রমে এসব বিষয় ধরা পড়েছে।
শহীদ অ্যান্ড ব্রাদার্সে বেশি দামে সয়াবিন তেল বিক্রির পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের রং খাবারের রং বলে বিক্রি করছিল। মেসার্স এম এস এন্টারপ্রাইজ সয়াবিন মজুদ করে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করে। এ কারণে দুইটি দোকানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মেসার্স বারো আউলিয়া ট্রেডার্সে শিল্পের কাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ফুড গ্রেড বলে বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাইভাই ট্রেডার্সকে বেশি দামে সয়াবিন বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এআর/টিসি