চট্টগ্রাম: রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর আগে ৩১ দফা ষোষণা করেছিলেন উল্লেখ করে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, ফ্যাসিস্ট সরকার ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
পবিত্র রমজান উপলক্ষে ২৩ নম্বর উত্তর পাঠানটুলীর ১৩ থেকে ১৫ বছর বয়সী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৫ মার্চ) ধনিয়ালাপাড়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন নিয়াজ মোহাম্মদ খান।
অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজরা বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেননি। ২৩ নম্বর উত্তর পাঠানটুলীর তিনবারের জনপ্রিয় কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সমাজে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের জন্য প্রয়োজন। ইসলামের ধারক এবং বাহক হচ্ছেন কোরআনের হাফেজরা। ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। আগের ফ্যাসিস্ট শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকেন।
আনু মিয়া বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা বাদশা মিয়া, রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আকবর ডিউক, আবু তাহের, সিরাজুল মোস্তফা, শাহজাহান, শেখ মনির বাবুল, আজিম, আমির উদ্দিন বাবুল, শামীম, আব্দুল করিম সেলিম, বাদশা মিয়া সিদ্দিকী, সিরাজ, সালেহ আহমদ প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুকে ইলাহী।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এআর/টিসি