চট্টগ্রাম: গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ও সুসংহত করতে তরুণ সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ।
তিনি বলেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের মতামত, মত প্রকাশের অবাধ স্বাধীনতা এবং অংশগ্রহণ সর্বাধিক গুরুত্ব পায়।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় চান্দগাঁও থানার অন্তর্ভুক্ত ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের উদ্যোগে মোহরা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের হল রুমে আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক এ সাধারণ সম্পাদক শাহেদ বলেন, রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও উজ্জ্বল করে তুলবে। স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণের ফলে সমাজের বিভিন্ন স্তরে রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে। তিনি এ সময় মোহরা ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবলুর পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন গুলজার হোসেন, জমির আহমেদ মানিক, জহিরুল ইসলাম, সাইদুল হক সিকদার ও মোরশেদ কামাল।
সভায় আরও বক্তব্য রাখেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবু বকর বাবু, ইঞ্জিনিয়ার আফতাব, সুব্রত, মাসুদ আলম, সাইফুল ইসলাম, শাকিল চৌধুরী, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সাবের আহমেদ ইউসুফ আলী লিটন, ফরহাদ, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর রহমান থানা যুবদলের সদস্য ইলিয়াস, ইয়াসিন, জামাল, জালাল, রুবেল মন্সী, যুবদল নেতা মঈনুল আলম ছোটন, মনসুর আলম, সাইফুদ্দিন মানিক, আনিসুর রহমান ইমন, রিয়াজুদ্দিন, রবিউল হোসেন, রুকন, রুবেল বায়োজিদ।
টিসি/আরআইএস