...
চট্টগ্রাম: কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সামছুদ্দিন ছিদ্দিকী মুন্নাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকী মুন্না, একই থানার আসাদগঞ্জ, সোবাহানিয়া মাদরাসা এলাকার মৃত আবু বক্করের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল নগরের সিআরবি এলাকায় মিছিলে স্লোগান দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সামছুদ্দিন ছিদ্দিকী।
রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার লক্ষ্যে জন সাধারণের ক্ষতি করার জন্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রসারিত করার উদ্দেশ্যে সমবেত হয়ে তারা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে মিছিল করে সিআরবি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলোন। সামছুদ্দিনের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (আজ) আদালতে পাঠানো হয়েছে।
এমআই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।