ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জুলাই ১, ২০২৫
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া (২৯)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।  

গ্রেপ্তার সুজন বড়ুয়া প্রকাশ সাইমন (২৯), খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়ার মৃত অশোক বড়ুয়ার ছেলে।

 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল চারটার দিকে জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, সুজন বড়ুয়ার বিরুদ্ধে খাগড়াছড়ী জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতা সংক্রান্তে ২টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।