ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, জুলাই ৪, ২০২৫
রেডিসনে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো রোববার

চট্টগ্রাম: মেন্টরস চট্টগ্রামের আয়োজনে রোববার (৬ জুলাই) নগরের রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হবে “মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো’।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই এক্সপো প্রোগ্রাম চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপ ও মালয়েশিয়া এর শীর্ষস্থানীয় প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ দেবেন, ভর্তি যোগ্যতা যাচাই করবেন এবং মেলার স্থানেই স্পট এডমিশনের সুযোগ প্রদান করবেন। এছাড়া ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ সুবিধাসহ ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব তথ্যও শিক্ষার্থীরা এখান থেকে জানতে পারবেন। মেলায় মেন্টরস চট্টগ্রাম ও ঢাকার অভিজ্ঞ কাউন্সিলররাও উপস্থিত থাকবেন, যারা আগ্রহী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবেন।  

এই এক্সপো সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহীদের সময়মতো প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি সঙ্গে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭১৩-২৪৩৪৩২, ০১৬৮৮-৪৫৪৫৪৫।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।