চট্টগ্রাম: করোনার পাশাপাশি চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি। সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন।
এখন পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ জন, মহিলা ৫ জন এবং বাকি ৪ জন শিশু।
চিকিৎসকরা বলছেন, সাধারণ জ্বর হলেই ঘরে বসে থাকার সুযোগ নেই। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ পরীক্ষা নিরীক্ষা শেষেই বলা যাবে এটি ডেঙ্গু নাকি করোনা। এছাড়া বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিচ্ছেন তারা।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, করোনার মত ডেঙ্গুর জন্যও আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সে জন্য ওষুধ ছিটানোসহ নানা উদ্যোগ নিয়েছি। তবে এখনও পরিস্থিতি তেমন জটিল পর্যায়ে পৌঁছায়নি। তারপরও আমরা সতর্ক আছি। সবাইকে আরও সচেতন থাকতে হবে।
এমআর/পিডি/টিসি