ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুলাই ৯, ২০২৫
রাস্তায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ ...

চট্টগ্রাম: কর্ণফুলীতে রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৯ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ।  

তিনি বাংলানিউজকে জানান, মধ্যবয়সী এক যুবকের লাশ রাস্তায় পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

সুরতহাল শেষে লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কি কারণে মৃত্যু হয়েছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।