চট্টগ্রাম: মীরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বৈঠকের সময় ভাগ্নের ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকালে উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। অভিযুক্ত ভাগিনা শাহীন আলম ঘটনার পরপরই পালিয়ে যায়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই আমাদের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিই/পিডি/টিসি