ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় শয়নকক্ষে মিললো ইউপি সদস্যের লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জুলাই ১১, ২০২৫
পটিয়ায় শয়নকক্ষে মিললো ইউপি সদস্যের লাশ  ...

চট্টগ্রাম: পটিয়ার রশিদাবাদ গ্রামে শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামশেদ হিরু রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, শামশেদ হিরুর বিরুদ্ধে থানায় মামলা থাকার কারণে রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী একটি ঘরে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রী তাকে ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে দেখেন- হিরু রশিতে ঝুলে আছেন। পরে দরজা ভেঙে তার বুকে রক্তের দাগ দেখা যায়।  

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পটিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।