চট্টগ্রাম: পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির শান্তিরহাট বাজারসহ বিভিন্ন গ্রামের বাজারে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভোট দেবে এলাকার মানুষ এমপি হবে অন্য এলাকায়, এটি কখনো মানুষ মানবে না, যে সংসদীয় এলাকায় নির্বাচিত হয়ে এমপি হবেন তিনি সংসদে গিয়ে ওই এলাকার উন্নয়ন করবে এটাই চান এলাকাবাসী।
বিএনপির এ নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ, সেই লক্ষ্যে ফটিকছড়ির গ্রামে গঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ করে যাচ্ছি।
এ সময় তার সঙ্গে ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, মো. বশর মেম্বার, মো. আলী মেম্বার, এমদাদ হোসেন, মো. আজম, খোরশেদ সওদাগর, এমরান হোসেন, ইকবাল হোসেন, মো.শফি, জাহেদুল আলম মেম্বার, আব্দুল আজিজ ,আহমদ রশিদ চৌধুরী, মো. হাসান, শহিদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু প্রমুখ।
পিডি/টিসি