চট্টগ্রাম: বেকারি ও খাবার হোটেলে খারাপ পরিবেশে নিম্নমানের রং, ফ্লেভার ও পোড়া তেলের ব্যবহার ধরা পড়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
রোববার (১৩ জুলাই) নগরের সদরঘাট রোডে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের মেয়াদবিহীন নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধ ধরা পড়েছে।
ম্যাজিস্ট্রেট এ দিন সদরঘাট রোডের ব্রেড বাস্কেটকে ২০ হাজার টাকা, নিউ মালঞ্চকে ১০ হাজার টাকা ও আলকরণ রোডের বিসমিল্লাহ হোটেল অ্যান্ড ঝালবিতান কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এআর/পিডি/টিসি