ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেওয়া হবে: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুলাই ১৪, ২০২৫
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেওয়া হবে: সরওয়ার আলমগীর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে।

কিন্তু ঐক্যবদ্ধ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সব পর্যায়ের কর্মীরা তা সফল হতে দেবে না। চিহ্নিত এই ফ্যাসিস্ট অপশক্তির ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেওয়া হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফটিকছড়ির বিবিরহাটে বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, বদিউল আলম তালুকদার, শফিউল আলম, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মুনসুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল হুদা, এস এম মনসুর চৌধুরী, আজম খান, ফয়েজ তারেক, শহিদুল ইসলাম, আহমেদ রশিদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, মো. এরশাদ, মো. হাসান, একরামুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।