চট্টগ্রাম: মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেছেন, ৫ আগস্টের পরে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্তিরতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা করছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভের পূর্বে সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম বলেন, গণতন্ত্র প্রতিষ্টায় জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকে ঠিক তেমন গত জুলাই আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ওয়াসিম ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, সারাদেশে যারা অরাজকতা সৃষ্টির পায়াতার চলতেছে, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাতদল রাজপথে সজাগ। যে কোনো কিছুর বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ছাত্রদল পাশে থাকবে। পাশাপাশি দেশের সাধারণ জনগনের পাশে থাকবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, সালাহউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দীন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজীবুল হক বাপ্পী, মোহাম্মদ ইসমাইল, মো. আনাছ, জাহেদ হোসেন খাঁন জসি প্রমুখ।
এমআই/পিডি/টিসি