ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুলাই ১৫, ২০২৫
চট্টগ্রামে শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ  শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়

চট্টগ্রাম: ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৫ জুলাই) কোস্টগার্ড ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রশিক্ষণ দিয়ে আসছে।  

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন ট্রাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

কর্মশালা চলাকালীন ট্রাফিক আইন, গাড়ি চালানো, রাস্তা পারাপার ও হর্ন ব্যবহারের নিয়ম, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, যানজটের কারণ ও প্রতিকার, ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্ন ও বাতির পরিচিতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।   

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।