ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়তে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুলাই ১৬, ২০২৫
‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়তে হবে’ ...

চট্টগ্রাম: জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না; তবে রাজনৈতিক সংস্কৃতিতে চিড় ধরবে। বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তাই স্বৈরাচারের রেখে যাওয়া পেতাত্মা কিংবা পরাজিত শক্তির ষড়যন্ত্রে পা দিয়ে আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে প্রিয় মাতৃভূমিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিই।

বুধবার (১৬ জুলাই) তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমানের নেতৃত্বে দুপুরে মিছিলটি নগরের সাগরিকা মোড় থেকে শুরু হয়ে নয়াবাজারে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাঈদ আল নোমান আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী অগণিত ত্যাগ স্বীকার করে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। তারেক রহমান এবং জিয়া পরিবার দেশের জনগণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাই তার বিরুদ্ধে কটুক্তি করা হলে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে এবং পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।