ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে মোকাবিলা করবে ছাত্রদল: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জুলাই ১৬, ২০২৫
প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে মোকাবিলা করবে ছাত্রদল: নাছির ....

চট্টগ্রাম: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, জুলাইয়ের এইদিন সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোনো কর্মসূচি গ্রহণ করেনি।

 

বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরের দুই নম্বর গেইট  বিপ্লব উদ্যান সংলগ্ন সড়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামসহ সব শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

একুশ শতকের সঙ্গে তাল মিলিয়ে আমরা সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল।

কেউ প্রকাশ্য রাজনীতিতে আসলে আমরা স্বাগত জানাবো। কিন্তু কোনো অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবিলা করবে। তারেক রহমানের বিরুদ্ধে অযৌক্তিকভাবে যে অশ্লীল কটুক্তি করা হয়েছে আমরা মনে করি অবিলম্বে তারা ভুল স্বীকার করবে।  

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা প্রদান করলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর। বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিম সহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ইজাজুল কবির রুয়েল, আরিফুল ইসলাম আরিফ, কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়েজিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো.ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,  বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মো.জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল মো. দেওয়ান, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিলয়, কুবি ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ প্রমুখ।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।